সরকার চক্রান্ত করে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (১ জুলাই) বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল একথা বলেন।
সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া পাঠের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, সরকারে যারা আছেন তারা কেউ সত্য কথা বলেন না, সবসময় প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন।
ভারতের সাথে সরকারের সমঝোতা চুক্তির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সমঝোতা চুক্তিগুলোর অর্থই হচ্ছে, অতি অল্প সময়ে আমদেরকে পরনির্ভরশীল করবে ভারতের কাছে। যেটা প্রমাণিত। সবচেয়ে মারাত্মক হচ্ছে, রেললাইন নির্মাণ। এটি বাংলাদেশের মানুষের কোন কাজে আসবে না। আকাশ ও নৌ-পথে পার্টনারশিপ দেওয়া হয়েছে। এটাতে কোন আপত্তি নাই। আপত্তি হলো বাংলাদেশের মানুষ কি পেলো? আমরাতো কিছুই পাইনি। সাধারণ তিস্তা নদীর পানি আমরা পাইনি। অভিন্ন নদীর পানির হিস্যা আমরা পাইনি। সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না।
আমরা যেটা বলছি সত্য কথা বলছি, কোন ষড়যন্ত্রের কথা বলছি না এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, অবৈধ এই সরকার আজ চক্রান্ত করছে, বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে।
নতুন করে সমমনা জোটের সাথে বৈঠক করে যাচ্ছেন আন্দোলনকে চাঙ্গা করতে, এ প্রক্রিয়াটা কোন পর্যায়ে আছে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রক্রিয়া চলছে, শিগগিরই জানা যাবে।
বিএনপি জাতীয় ও আন্তর্জাতিক জঙ্গিবাদের বিরুদ্ধে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, কিন্তু এই সরকার জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, গ্রেপ্তার করেছে, কারাগারে নিক্ষেপ করেছে।