স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেললাইন নির্মাণ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের সময় দেশটির সাথে করা চুক্তি এবং সরকারের দুর্নীতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে গণতন্ত্র ফোরাম। সেখানে বক্তারা সরকারের নানা কর্মকান্ডের সমালোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক দাবি করেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় দেশটির সঙ্গে করা সমঝোতা স্মারক ও চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি।’
জয়নুল আবদীন ফারুক বলেন, ‘এসব চুক্তি ও সমঝোতা স্মারকের মাধ্যমে লাভবান হবে প্রতিবেশী দেশ ভারত। এসবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।’
দেশের জনগণকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।