Search
Close this search box.

তানজীনা ফেরদৌস’র কবিতা ‘সম্ভাবনা’

সম্ভাবনা

তানজীনা ফেরদৌস

 

কেমন একলা দুপুর হুহু
বুকে মধ্য পুকুর লাগে যেন শঙ্কা।
কেমন একলা বিকেল মায়ের
রুদ্ধ হেঁসেল মায়া গুলো উড়ে দমকা।
কেমন একলা সাঝেঁর বেলা
পেছনে ফিরে মিলিয়ে নেওয়া দিন যাপনের গল্প।
কেমন একলা রাতে
আহ্বান থাকে প্রভাতের প্রভাত পাবো?
জীবনটা যে স্বল্প।
কেমন একলা ভোরে সম্ভাবনার হাতটি ধরে
মৃত দেহ মন ও স্বপ্ন দেখে।
কেমন যেন হয় শুরু
আবার যেন সবুজের আহ্বানে মরু।
এভাবেই মৃত তরু ও সম্ভাবনায় বাঁচে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ