বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের দর্শক হতাশ করল শাকিব খানকে। তারা দেখলেন না বাংলাদেশের শীর্ষ নায়কের ‘তুফান’ সিনেমাটি। যারা দেখেছেন তাদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। কারও ভালো লেগেছে। কারও আবার লাগেনি।
দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি বাজিমাত করেছে। প্রথম দিকে তো টিকিট নিয়ে হাহাকার লেগে যায়। কিন্তু পশ্চিমবঙ্গের চিত্রটি একদম বিপরীত। গেল ৫ জুলাই রাজ্যটির ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও এই ছবি ঘিরে দর্শকের আগ্রহ নেই।
সিনেমার ‘উরাধুরা’ ও ‘দুষ্টু কোকিল’ গান দুটি ওপার বাংলায় সাড়া ফেলেছিল। তাই ধারণা করা হচ্ছিল, গানের কারণে হলেও দর্শক সিনেমা হলে যাবেন। তবে বাস্তবতা হলো, সেখানকার বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এটি।
প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ব্যবসার কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি। তবে বক্স অফিস প্রতিবেদন করা ওয়েবসাইট স্যাকনিল্ক বলছে, প্রথম পাঁচ দিনে ভারতে ‘তুফান’ ব্যবসা করেছে মাত্র ৭ লাখ রুপি।
ভারত ছাড়াও সিনেমাটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ ১৫টি দেশে মুক্তি পেয়েছে। জানা গেছে, সেসব দেশে বেশ ভালোভাবে চলছে। শো হাউজফুল যাচ্ছে। তবে ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গ।
‘তুফান’র গল্প আবর্তিত হয়েছে নব্বই দশকের এক গ্যাংস্টার তুফান ও স্বপ্নবাজ যুবক শান্তকে ঘিরে। দুই ভূমিকাতেই অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে আছেন মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রবর্তী। প্রযোজনা করেছে আলফা আই। এর ডিজিটাল পার্টনার চরকি এবং আন্তর্জাতিক পরিবেশক হিসেবে যুক্ত রয়েছে কলকাতার এসভিএফ।