মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ শহরের থানারপুল চত্বরে আন্দোলনকারী ও আওয়ামীলীগ কর্মীদের সংঘের সংঘর্ষ হয়েছে। এতে ২ জন নিহত হয়েছে। গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ৩০ জন। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে কমপক্ষে ৫টি মোটর বাইক।
রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আন্দোলনকারী ও আ.লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যাচ্ছে।
জানা গেছে, সকাল ১০ টার দিকে শহরের থানারপুল এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়ো হলে সেখানে আ’লীগ নেতাকর্মীরা হামলা করে। এ সময় বেশ কয়েকজন ছাত্রকে মারধর করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পরে। এর পরপরই আন্দোলনকারীরা সেখানে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে থানারপুল এলাকায় অবস্থান নিলেও এখনও উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল ২ জনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে গুলিবিদ্ধসহ অসংখ্য আহত রোগী রয়েছে। চিকিৎসা দিতে তারা ব্যস্ত। হাসপাতালের ২ জনের মরদেহ রয়েছে। এদের বয়স ২২ থেকে ২৫ বছর। তবে পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুর ইসলাম জানান, উভয়পক্ষকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।