Search
Close this search box.

ভারতের সঙ্গে পানিবন্টন ইস্যু / ‘বাংলাদেশ তার অধিকারের কথা বলে যাবে‘

স্টাফ রিপোর্টার: ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেই বাংলাদেশ তার অধিকারের কথা বলে যাবে- জানালেন পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে তিনি একথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, তিস্তাসহ অভিন্ন নদীর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের অধিকারের কথা বলবে অন্তর্বর্তীকালীন সরকার। তিস্তাপাড়ের মানুষের সঙ্গে কথা বলে তাদের প্রত্যাশার কথাও শোনা হবে। আন্তর্জাতিক মহলেও বিষয়গুলো তুলে ধরা হবে। বাংলাদেশের অধিকারের কথা বলতে পিছপা হবেন না বলেও জানান এই উপদেষ্টা।

আরো জানান, নতুন করে কোন ইটভাটার লাইসেন্স না দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হবে, এক্ষেত্রে কোন সহানুভূতি দেখানো হবে না। ইট বানানোর মৌসুম শুরু হওয়ার আগেই এ ব্যাপারে দৃশ্যমান কার্যক্রম শুরু হবে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ