Search
Close this search box.

পালানোর সময় বিমানবন্দরে আটক আ.লীগের ২ নেতা

সিলেট প্রতিনিধি: সৌদি আরব পালাতে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। সোমবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। পরে তাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামিম আহমদ ও প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল। আটক জামিল সিলেট রেড ক্রিসেন্ট শাখার সেক্রেটারি। আটকের সময় তারা হজের ইহরামের কাপড় পরা অবস্থায় ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক আওয়ামী লীগের দুই নেতা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি ২৩৫) সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল। বিমানবন্দরের কয়েকটি নিরাপত্তা স্তর পেরিয়ে ইমিগ্রেশনে চলে যান তারা। কিন্তু ইমিগ্রেশনের সময় তাদের আটকে দেওয়া হয়। পরে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। আটকের সময় তারা হজের ইহরামের কাপড় পরা অবস্থায় ছিলেন।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাদেরকে কোতোয়ালি থানায় আনা হয়েছে। দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর অনেক মন্ত্রী, এমপি ও নেতারাও দেশ ছাড়েন। সেই সঙ্গে অনেকেই আবার আত্মগোপনে রয়েছেন। আবার কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন। এর আগে এই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হাজারের বেশি লোক মারা যায়। অনেকেই আবার আহত হয়েছেন। এই হত্যার দায়ে আওয়ামী লীগ নেতাকর্মীর নামে সারোদেশে মামলাও হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ