Search
Close this search box.

বাংলাদেশের দুর্দান্ত শুরুর পর বৃষ্টি ও আলোর স্বল্পতায় খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক: ইতিহাস গড়ে বাংলাদেশের দরকার মাত্র ১৮৫ রানের। ছোট লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু করে সফরকারীরা। জয়ের লক্ষ্যে নেমে কিছুটা আক্রমণাত্মক মেজাজেই খেলছে জাকির হাসান। প্রথম ৬ ওভারে ৩৭ রান তুলেছে বাংলাদেশ। এর মধ্যে ১ ছয় ও ২ চারে জাকির নিয়েছেন ২১ বলে ২৭ রান। সাদমানের রান ১৫ বলে ৮।

সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান। ৩১ রান নিয়ে উইকেটে আছেন জাকির হাসান। অপর অপরাজিত ব্যাটার সাদমান ইসলামের সংগ্রহ ৯ রান। জিততে হলে বাংলাদেশের আরও প্রয়োজন ১৪৩ রান। হাতে আছে ১০ উইকেট।

উড়তে থাকা বাংলাদেশকে যেন থামিয়ে দিল মেঘ। চতুর্থ দিনের চা বিরতির পর এক ওভার খেলা হয়েই বন্ধ হয়ে যায়। রাওয়ালপিন্ডির আকাশে ঘনকালো মেঘ, জ্বালানো হয়েছে স্টেডিয়ামের সব কটি ফ্লাডলাইট। তবে ম্যাচ-উপযোগী আলো নেই বলে খেলা বন্ধ করেছেন আম্পায়াররা। এরই মধ্যে মাঠকর্মীরা পিচ ঢেকে দিয়েছেন। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামার সম্ভাবনা।

এর আগে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট পাকিস্তান। নাহিদ রানা ও হাসান মাহমুদের তোপের মুখে মাত্র ৪৬.৪ ওভার ব্যাট করতে পেরেছে স্বাগতিকরা। দুই ম্যাচের সিরিজের শেষ টেস্টে জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৮৫ রান। ড্র করতে পারলে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড করবে বাংলাদেশ। তবে বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশের সুযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ