Search
Close this search box.

রাত হলেই কবর খুঁড়ে নিয়ে যায় কঙ্কাল

গাজীপুর প্রতিনিধি: রাত হলেই কবর খুঁড়ে  নিয়ে যায় কঙ্কালগাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ভান্নারা এলাকার একটি কবরস্থান থেকে রাত হলেই কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গত কয়েক সপ্তাহে প্রায় অর্ধশত কবর খুঁড়ে তারা কঙ্কাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। তাদের দাবি, কঙ্কাল চুরি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা এবং দোষীদের আইনের আওতায় আনা।

এলাকাবাসীরা জানান, সকালে ভান্নারা এলাকায় জান্নাতুল বাক্কী কেন্দ্রীয় কবরস্থান ফজরের নামাজ শেষে আব্দুল মান্নান তার বাবার কবর জিয়ারত করতে যান। তিনি দেখতে পান, তার বাবার কবরসহ আরো সাতটি কবর খুড়েঁ রাখা। বিষয়টি তিনি লোকজনকে জানালে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এর আগেও একই কায়দায় প্রায় ১৮টি কঙ্কাল চুরি করে দুর্বৃত্তরা । ওই ঘটনার পর থেকেই এলাকাবাসী কবরস্থানে পাহারা দিলেও ফের আবার চুরি শুরু হয়। কবরস্থানে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয় তাহলে কঙ্কাল চুরি রোধ করা সম্ভব বলে জানান তারা।

ভান্নারা এলাকার বাসিন্দা আব্দুল লতিফ বলেন, ‌‘গত ১ মাসে প্রায় অর্ধ শতাধিক কঙ্কাল চুরি হয়েছে কবরস্থান থেকে। শুনেছি, দুর্বৃত্তরা অন্ধকারে মানুষের কঙ্কাল চুরি করে নাকি লাখ টাকায় বিক্রি করে। কারা এই কাজের সঙ্গে জড়িত আমরা এখনো শনাক্ত করতে পারিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি, তারা যেন এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘কঙ্কাল চুরি ঘটনাটি এলাকাবাসীর কাছে জানতে পেরেছি। তাদের থানায় অভিযোগ করতে বলেছি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ