Search
Close this search box.

স্টোরিজে নতুন সুবিধা চালু করল ইনস্টাগ্রাম

পথে প্রান্তরে ডেস্ক: ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। বিগত কয়েক বছরে সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠান। বর্তমানে তরুণ প্রজন্মের একটা বড় অংশ ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামেই সময় কাটাতে বেশি পছন্দ করেন। তাইতো ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হচ্ছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় এবার স্টোরিজে মন্তব্য করার সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রামের স্টোরিজ সুবিধার মাধ্যমে সহজেই ছবি ও ভিডিও পোস্ট করা যায়। যা ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় অনেকেই পারিবারিক অনুষ্ঠান, ভ্রমণসহ দৈনন্দিন বিভিন্ন আয়োজনের ছবি বা ভিডিও নিয়মিত ইনস্টাগ্রাম স্টোরিজে প্রকাশ করেন। তবে এতদিন এতে প্রতিক্রিয়া জানানো গেলেও কোনো মন্তব্য করা যেত না। ফলে পোস্টদাতারা ছবি বা ভিডিওগুলো সম্পর্কে অন্যদের মতামত জানতে পারতেন না। তাই এ সমস্যা সমাধানে নতুন এই সুবিধা চালু করা হয়েছে।

তবে, ইনস্টাগ্রাম স্টোরিজে মন্তব্য করার সুযোগ শুধু অ্যাকাউন্টটিকে অনুসরণকারী ব্যক্তিরা পাবেন। অর্থাৎ কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুসরণ না করলে সেই অ্যাকাউন্টের পোস্ট করা স্টোরিজে মন্তব্য করা যাবে না।

এ ছাড়া স্টোরিজ প্রকাশের সময় কোন কোন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করতে পারবেন, তা-ও নির্ধারণ করে দেওয়া যাবে। এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রামের মুখপাত্র এমিলি নরফোক জানিয়েছেন, স্টোরিজে মন্তব্য করার সুযোগ চালু বা বন্ধ রাখা যাবে। যেসব ব্যবহারকারী এতে মন্তব্য করবেন, তাদের প্রোফাইল ছবি ছোট করে নিচে দেখা যাবে। আবার নির্দিষ্ট সময় পর স্টোরিজের সঙ্গে মন্তব্যগুলোও স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ