স্টাফ রিপোর্টার: কঠোর নিরাপত্তায় খুলেছে শিল্পাঞ্চল আশুলিয়ার প্রায় সব গার্মেন্টস কারখানা। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে শান্তিপূর্ণভাবেই কারখানায় প্রবেশ করেছেন শ্রমিকরা। তবে নিশ্চিন্তপুর এলাকার অনন্ত গার্মেন্টসে বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।
এদিবে আজও কাজে যোগ দেননি নাসা গার্মেন্টের শ্রমিকরা। বন্ধ রয়েছে নিউ এইজ ও আল মুসলিম এ্যাপারেল্ স নামের আরো দুটি কারখানা। খুলে দেয়া কারখানাগুলোর কর্তৃপক্ষ জানায়, তাদের শ্রমিকরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কাজ করছেন। শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে যৌথবাহিনীর সদস্যরা।
এর আগে, শুক্রবার আশুলিয়ার তৈরি পোশাক কারখানায় চলমান অস্থিরতা নিয়ে বিজিএমইএর কার্যালয়ে দুই দফায় শিল্পমালিক, স্থানীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক হয়।