Search
Close this search box.

এক দশক পর ইংল্যান্ড জয় করলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: শোয়েব বশিরকে যখন পয়েন্টে চার মারলেন পাথুম নিশাঙ্কা, ধারাভাষ্যকক্ষ থেকে ভেসে এলো—এক দশক পর! ইংল্যান্ডকে এক দশক পর টেস্টে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথম দুই টেস্ট হেরে সিরিজ হারালেও শ্রীলঙ্কার জন্য এই জয়টি কোনো অংশে কম নয়।

ওভালে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় টেস্টের চতুর্থ দিন ছিল আজ সোমবার (৯ সেপ্টেম্বর)। চার দিনেই ম্যাচের ফল বের করেছে শ্রীলঙ্কা,  ইংলিশদের হারিয়েছে আট উইকেটের বড় ব্যবধানে।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি নিজেদের পকেটে পুরে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল ইংল্যান্ড। লক্ষ্য ছিল, শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার। প্রথম ইনিংসে ৩২৫ রান তোলে থ্রি লায়ন্সরা। জবাবে লঙ্কানরা থামে ২৬৩ রানে। ৬২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংলিশরা লঙ্কান বোলিং তোপে থেমে যায় ১৫৬ রানে।

ম্যাচ জিততে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ২১৯ রান। সেটি অনায়াসেই পার করে দলটি। বলা ভালো, ওপেনার নিশাঙ্কার ব্যাটে চড়ে জয়ের বন্দরে নোঙর করে তারা। ১০ বছর পর দলকে জেতার আনন্দ এনে দেওয়ার ম্যাচে দ্বিতীয় ইনিংসে নিশাঙ্কার ব্যাট থেকে আসে ১২৪ বলে ১২৭ রানে দুর্দান্ত এক প্রদর্শনী। অপরাজিত থেকে দলের জয় তো নিশ্চিত করেনই, জয়সূচক রানটিও আসে নিশাঙ্কার ব্যাট থেকেই। তাতেই ঘোচে ১০ বছরের খরা।

সংক্ষিপ্ত স্কোর 

ইংল্যান্ড প্রথম ইনিংস : ৩২৫/১০।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ২৬৩/১০।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস : ১৫৬/১০

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস : ২১৯/২

ফল (ম্যাচ) : শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী।

ফল (সিরিজ) : ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ