সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে সাংস্কৃতিক পদযাত্রা

সিরাজগঞ্জ প্রতিনিধি: ৪ আগস্ট বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে সিরাজগঞ্জে সাংস্কৃতিক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে শহরের বাজার স্টেশন থেকে শুরু হওয়া সাংস্কৃতিক পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সিরাজগঞ্জ জেলা জাসাসের আয়োজনে অনুষ্ঠিত পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

পদযাত্রায় জেলা বাসদের আহ্বায়ক নবকুমার কর্মকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসানসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ