Search
Close this search box.

বিশ্ব গণতন্ত্র দিবসে সমাবেশের সিদ্ধান্ত বিএনপির

স্টাফ রিপোর্টার: আগামী ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে সমাবেশ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ হবে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘১৫ সেপ্টেম্বর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যরা এতে উপস্থিত থাকবেন।’

দলীয় সূত্রে জানা গেছে, বিগত ১৭-১৮ বছর ধরে দলের যারা গুম ও খুন হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের নিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর ঢাকায় একটি প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামের সমন্বয়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে।

সূত্রমতে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ঢাকা বিভাগ ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করেছেন ডা. জাহিদ হোসেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ