Search
Close this search box.

ছাত্র-জনতার আন্দোলন ছিল লক্ষ্য পূরণে জীবনপণের: ড. ইউনূস

স্টাফ রিপোর্টার:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার আন্দোলন সাধারণ রাজনৈতিক আন্দোলন ছিল না। এটা ছিল লক্ষ্য পূরণে জীবনপণের আন্দোলন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের উদ্যোগে ‘ন্যাশনাল বিজনেস ডায়লগ’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সংলাপের আয়োজন করা হয়। এ সময় ব্যবসায়ীদের কাছে দেশ গড়তে সহায়তা চান ড.ইউনূস।

এ সময় অতীতের পচা দেশ থেকে নতুন তরতাজা দেশ গড়ার জন্য ব্যবসায়ীদের কাছে সহায়তাও চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বলেন, যতটুকু সময় আমরা সরকারে আছি, ততটুকু সময়ই আমরা টিম হিসেবে কাজ করব। সবাই মিলে স্বপ্ন বাস্তবায়ন করব।

ড. ইউনূস বলেন, তরুণরা যদি সুযোগ না করে দিতো, তাহলে জাতিকে পচনের হাত থেকে রক্ষা করা যেত না। এ জন্য আমাদের সুস্থ-সমৃদ্ধ দেশ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, আমাদের নতুনভাবে এগিয়ে যেতে হবে। আমরা এটা যেন হারিয়ে না ফেলি। আর যদি হারিয়ে ফেলি তাহলে কিছুই অবশিষ্ট থাকবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ