স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের মাটিতে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয় সাড়া ফেলেছে পুরো বিশ্বের ক্রিকেটাঙ্গনে। ইতিহাস গড়ে দেশে ফেরা ক্রিকেটারদের পুরস্কৃত করতে কোনো কমতি রাখেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার জানা গেল, বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছেন শান্তরা।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শান্তদের পুরস্কৃত করতে আগামীকাল (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেখানে পাকিস্তান সিরিজের দলে থাকা ক্রিকেটারদের ৩ কোটি ২০ লাখ টাকা পুরস্কার তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিসিবি সূত্রে এমন তথ্য জানা গেছে।
উল্লেখ্য, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর গত ২৩ বছরে পাকিস্তানকে একবারও এই ফরম্যাটে হারাতে পারেনি বাংলাদেশ। সেই দলটাকেই সর্বশেষ সিরিজে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।