Search
Close this search box.

আহত-নিহতদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ ও ভাতা দেয়ার দাবি মির্জা ফখরুলের

স্টাফ রিপোর্টার: স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ ও ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতিত সরকারের দোসরদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, হায়নারা আক্রমণ করলে প্রতিহত করতে হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার জুলাই গণ আন্দোলনে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত স্মরণসভার তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সরকারের আমলের নানা চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সংগ্রাম, নিপীড়ন আর নির্যাতন।

গত ১৭ বছরে বিরোধী দল বা মতের জীবনচক্র ছিল এমনই। সেই প্রেক্ষাপট সামনে রেখে গণতন্ত্রের সংগ্রামে, বীর শহীদের স্মরণ শিরোনামে সভার আয়োজন করে বিএনপি। শহীদ মিনারে আয়োজিত এই সভায় যোগ দেন গত ১৫ বছরে স্বৈরাচার হাসিনা সরকারের দ্বারা হত্যা-গুমের শিকার শহীদ পরিবারের সদস্যরা।

কথা বলেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দলের নেতারাও। দেশে আইনের শাসন নিশ্চিত করতে খুনিদের বিচারের দাবি জানান তারা।স্মরণসভায় বিএনপি মহাসচিব বলেন, চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচারের দাবি করেন গত ১৫ বছরে হওয়া সব হত্যার। অনুষ্ঠানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণতন্ত্র দিবস উপলক্ষে আগামীকাল নয়াপল্টনে সমাবেশ করা হবে বলে ঘোষণা দেয় বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ