স্টাফ রিপোর্টার: শত কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ, তার ভাই হারিস আহমেদ ও জোসেফ আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার সিএমএম আদালতে বাদী হয়ে এ মামলা করেন জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারসের চেয়ারম্যান সেলিম প্রধান। বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম মো আলী হায়দার কামাল ঘটনার বিষয় সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য যে, ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর অন্যান্য আসামিদের নির্দেশে শাফী উল্লাহ বুলবুল সেলিম প্রধানের গুলশানের বাসায় গিয়ে রেঞ্জ রোভার গাড়ি চাঁদা দাবি করে। পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর আবারও ১০০ কোটি টাকা চাদা দাবি করে আসামিরা।