Search
Close this search box.

তামিমকে কমেন্ট্রি বক্সে রেখে ২২ গজে ছাড়িয়ে গেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক: চেন্নাই টেস্ট শুরুর আগে তামিম ইকবালকে ছাড়িয়ে যেতে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল ৯ রান। কিন্তু প্রথম ইনিংসে তিনি করতে সক্ষম হন ৮ রান। এর মধ্যদিয়ে তিনি তামিমের পাশে বসেন। আজ তাকে ছাড়িয়ে গেলেন মুশফিক।

চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে মুশফিক ১ রান করার সঙ্গে সঙ্গে তামিমকে ছাড়িয়ে হয়ে যান বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক। দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে মুশফিক করেন মাত্র ১৩ রান। এতে করে তার রান সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৫ হাজার ২০৫ রান।

এখন পর্যন্ত দেশের হয়ে ৯১ টেস্টে করেছেন ৫ হাজার ৯১৩ রান। ২৭১ ওয়ানডে ম্যাচ খেলে করেছেন ৭ হাজার ৭৯২ রান। আর টি-টোয়েন্টি থেকে অবসরের আগে ১০২ ম্যাচে করেছিলেন ১ হাজার ৫০০ রান। ২০ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৮২ ফিফটি।

সেরা রান সংগ্রাহকের তালিকায় তিনে অবস্থান করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪৮৮ ইনিংসে তার সংগ্রহ ১৪ হাজার ৬৯৬ রান। তারপরেই অবস্থান মাহমুদউল্লাহ রিয়াদের। তিনি ৪২৩ ইনিংসে করেছেন ১০ হাজার ৬৯৪ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সেরা পাঁচ রান সংগ্রাহক

খেলোয়াড়রানইনিংস
মুশফিকুর রহিম১৫,২০৫ রান৫১৪
তামিম ইকবাল১৫, ১৯২ রান৪৪৮
সাকিব আল হাসান১৪, ৬৯৬ রান৪৮৮
মাহমুদউল্লাহ রিয়াদ১০, ৬৯৪ রান৪২৩
লিটন দাস৭, ১৮৩ রান২৫২

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ