শিরোপা জয়ের লক্ষ্যে সন্ধ্যায় ভারতের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শক্তিশলী ভারত। নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভুটানের চাংলিমিথাংয়ে ফাইনাল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

ভারতের কাছে ১-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করলে সেমিফাইনালের আশা অনেকটাই শেষ হয়ে যায় বাংলাদেশের। কিন্তু মালদ্বীপের বিপক্ষে ভারত বড় জয় পাওয়ায় কোনোরকম সেমিফাইনালে পা রেখেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

কিন্তু সেমিফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। এতে আবারও ভারতের মুখোমুখি হতে যাচ্ছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।

ভারত স্বাভাবিকভাবে ফেভারিট হলেও শিরোপা জিততে চায় বাংলাদেশ। কোচ সাইফুল বারী বলেন, শুধু ফাইনাল খেলেই কোনো দল খুশি হয় না। সবারই লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়া। আমাদেরও তাই যদিও জানি এটা কঠিন কাজ হবে। ভারত কীভাবে খেলে সেটা আমরা জানি। অবশ্যই ভারত ফেভারিট। কৌশলগত কিংবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তারা অভিজ্ঞ। আমাদের তাই সেরা ফুটবল খেলতে হবে।

দক্ষিণ এশিয়ার ফুটবলে বয়স ভিত্তিক শিরোপার লড়াইটা মূলত বাংলাদেশ-ভারতের মধ্যেই। ভারত সাফের বয়স ভিত্তিক এই আসরে বর্তমান চ্যাম্পিয়ন। তবে এবার বাংলাদেশে ট্রফি নিয়ে ফিরতে চান বাংলাদেশের অধিনায়ক ইশফাক আহমেদ।

তিনি বলেন, ফাইনাল সবসময়ই অতিরিক্ত চাপের। আমরা স্বাভাবিক খেলা খেলেই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ