Search
Close this search box.

বলিউডে কেন স্থায়ী হননি জেমস!

বিনোদন ডেস্ক: বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি ফারুক মাহফুজ আনাম জেমস, যাকে ভক্তরা ‘গুরু’ নামে ডাকে, তার ৪০ বছরের সংগীতজীবনে যেমন দেশ মাতিয়েছেন, তেমনি বলিউডেও তার কণ্ঠে মুগ্ধ হয়েছে কোটি শ্রোতা। বলিউডে হিট গান দিয়ে জায়গা করে নিলেও, হুট করেই তিনি বলিউড থেকে সরে আসেন। কেন বলিউডে স্থায়ী হননি জেমস? অবশেষে সে প্রশ্নের উত্তর দিলেন এই রকস্টার।

জেমস বলেন, বলিউডে নিয়মিত থাকতে হলে আমাকে সেখানেই থাকতে হতো। কিন্তু আমি আমার দেশ ছেড়ে কোথাও থাকতে চাই না। আমি এ দেশেই জন্মেছি, এখানেই সম্মান ও ভালোবাসা পেয়েছি। এটাই আমার জীবনের সেরা অর্জন।

জেমসের সংগীতজীবনের শুরু আশির দশকে, চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ের একটি ছোট্ট কক্ষে সংগ্রামী জীবন কাটিয়ে। ১৯৮০ সালে তিনি গড়ে তোলেন ব্যান্ড ‘ফিলিংস’, যা পরবর্তীতে ‘নগর বাউল’ হিসেবে পরিচিত হয়। ১৯৮৭ সালে প্রকাশিত তার প্রথম অ্যালবাম স্টেশন রোড এবং ১৯৮৮ সালের একক অ্যালবাম অনন্যা তাকে সুপারস্টার করে তোলে।

বলিউডে তার সফল যাত্রা শুরু হয় ২০০৬ সালে, যখন তিনি ‘গ্যাংস্টার’ সিনেমার ভিগি ভিগি গানে কণ্ঠ দেন। গানটি মাসেরও বেশি সময় বলিউড টপচার্টের শীর্ষে ছিল। এরপর তিনি চাল চলে এবং লাইফ ইন এ মেট্রো সিনেমায় গান করেন। তবে বলিউডে নিজের অবস্থান শক্তিশালী করার পরিবর্তে, জেমস বরাবরই তার নিজ দেশেই গান করার সিদ্ধান্ত নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ