Search
Close this search box.

বিদ্রোহী কবির নাতি কাজী অনির্বাণ আর নেই

স্টাফ রিপোর্টার: না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ। বুধবার (৩ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে সুইজারল্যান্ডে মারা যান তিনি। অনির্বাণ ছিলেন কবির কনিষ্ঠতম পুত্র কাজী অনিরুদ্ধর বড় ছেলে। পেশায় একজন চিত্রশিল্পী ছিলেন তিনি।

গণমাধ্যমে অনির্বাণের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন কবির বড় ছেলে কাজী সব্যসাচীর কন্যা ও নজরুল সংগীতশিল্পী খিলখিল কাজী বলেন, ‘কবির ছোট ছেলে কাজী অনিরুদ্ধর বড় ছেলে অনির্বাণ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আপনারা সবাই দোয়া করবেন।

তিনি আরও বলেন, কলকাতায় সমাহিত করা হবে কাজী অনির্বাণের মরদেহ। ভাইকে শেষবার দেখতে কলকাতার উদ্দেশে রওনা দিচ্ছি।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছোট ছেলে কাজী অনিরুদ্ধ ছিলেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা সংগীতজ্ঞ ও ডাকসাইটে গিটারিস্ট। নজরুল জীবিত থাকা অবস্থায়ই মারা যান তিনি।

মৃত্যুর সময় তিনি রেখে যান বড় ছেলে কাজী অনির্বাণ, ছোট ছেলে কাজী অরিন্দম সুবর্ণও মেয়ে কাজী অনিন্দিতাকে। যাদের মধ্যে বুধবার সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন কাজী অনির্বাণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ