Search
Close this search box.

বুড়িগঙ্গার জলে দুর্গতিনাশিনী দেবীকে বিদায় জানালেন ভক্তরা

স্টাফ রিপোর্টার: দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। দুর্গা জলে দুর্গতিনাশিনী দেবীকে বিদায় জানালেন ভক্তরা।

রোববার বিকেলে বিষাদ বুকে নিয়েই রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী বন্দনার গানের মধ্য দিয়ে প্রতিমা নিয়ে শোভাযাত্রা নিয়ে বুড়িগঙ্গা তীরের বিনাস্মৃতি স্নানঘাটে আসেন পুণ্যার্থীরা। রাজধানীতে বুড়িগঙ্গার ওয়াইজঘাটসহ ১১ স্থানে প্রতিমা বিসর্জন দিয়েছেন তারা। ভক্তদের প্রত্যাশা, অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির উদয়।

পুরাণ ঢাকার ওয়ায়াইজ ঘাটে রোববারের সন্ধ্যা রূপ নেয় বিষাদে। সনাতন ধর্মমতে, আজ দশভুজা দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে স্বর্গশিখর কৈলাসে স্বামীগৃহে ফিরে গেলেন। তবে আবারও ভক্তদের কাছে দিয়ে গেলেন আগামী বছর ফিরে আসার অঙ্গীকার।

এবছর একদিনে দুই তিথিতে দশমীর শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা শেষ হয়েছে গতকালই৷ সকাল থেকে ছিলো সিঁদুর খেলা আর দেবী দুর্গাকে শেষ দর্শন৷ বিসর্জন ঘিরে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীসহ সার্বক্ষণিক নিরাপত্তায় ছিলো অন্যান্য সংস্থাও৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ