Search
Close this search box.

ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচা মরিচ

স্টাফ রিপোর্টার: দুর্গাপূজার কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল পাঁচদিন। সোমবার (১৪ অক্টোবর) বন্দর খুলে যাওয়ায় ভারত থেকে এসেছে ৫৮২ মেট্রিক টন কাঁচা মরিচ।

 

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৫ টা পর্যন্ত তিনটি ট্রাকে আরও ১১ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। শুল্ক পরিশোধ করে সন্ধ্যার আগেই মরিচবোঝাই গাড়ি বন্দর এলাকা ত্যাগ করবে বলে বন্দর কর্তৃপক্ষ জানায়। বর্তমানে বাজারে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। দুদিনে ভারত থেকে বেনাপোল বন্দরে এলো ৫৯৩ টন কাঁচা মরিচ। এতে নিত্যপণ্যটির দাম কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির বলেন, আরও কিছু কাঁচা মরিচ আসার সম্ভাবনা রয়েছে। যা সন্ধ্যার আগেই খালাস করে নিয়ে যাবেন আমদানিকারকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ