Search
Close this search box.

আমি নাকি আওয়ামী লীগের লোক: ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরে সড়ক নিরাপদ আন্দোলনে সরব ঢাকাই সিনেমার নন্দিত নায়ক ইলিয়াস কাঞ্চন। সড়কের বিভিন্ন সমস্যা ও পরিবহণ মালিকদের বিভিন্ন অরাজকতা নিয়ে কথা বলে একাধিকবার সরকারদলীয় লোকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন তিনি। রাজনৈতিক জীবনে কখনো পা বাড়াননি এই নায়ক। কিন্তু, সম্প্রতি একটি রাজনৈতিক দলের সঙ্গে তার নাম জড়ানো হচ্ছে। দেশবাসীর কাছে এ অপপ্রচারের বিচার চেয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বিষয়গুলো নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় এ বিচার চান তিনি।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘একদল মানুষ বলছে আমি নাকি আওয়ামী লীগের লোক। এটা সমন্বয়কদের কাছে তারা বলেছে। এমনটাও বলেছে, আমি নাকি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চেয়েছিলাম। তারা বলে-আমি আওয়ামী লীগের লোক, এই দলের লোক, ওমুক পার্টির লোক। দেশবাসী জানে আমি কোনোদিন রাজনীতির সঙ্গে যুক্ত হইনি।’

অভিনেতা বলেন, ‘এবার যেভাবে তারা আমাকে রাজনীতির সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশে বলতে চাই আমি আওয়ামী লীগের কেউ হয়ে থাকলে আমাকে গ্রেফতার করুন। আপনাদের ক্ষমতা দেখান। তবুও অপপ্রচার চালাবেন না। আমি দেশবাসীর কাছে এই অপপ্রচারের বিচার চাই।’

তিনি আরো বলেন, ‘সরকারকে নিয়ে যেসব কথাবার্তা শুরু হয়েছে, সেটা ভয়াবহ। আমরা যারা অনেক রিস্ক নিয়ে, অনেক ত্যাগের বিনিময়ে এই আন্দোলনে শরিক হয়েছিলাম, এই সরকার যদি ব্যর্থ হয়, এই আন্দোলন যদি ব্যর্থ হয়, তারা যদি আবার ফেরত আসে, তাহলে আমাদের অবস্থা কী হবে? আমাদের কী পরিণতি হবে, এটা কিন্তু আমরা কেউ ভেবে দেখছি না। এগুলো সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্যই লাইভে এসে কথাগুলো বলছি আমি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ