Search
Close this search box.

অতিথি এসে যে ৬ বিষয় খেয়াল করেন

পথে প্রান্তরে ডেস্ক: বাঙালি হিসেবে অতিথি আপ্যায়নে আমাদের খ্যাতি ভুবনজোড়া। কিন্তু অনেক সময় আমাদের খুব ছোট ছোট ব্যাপার অতিথির জন্য অস্বস্তির কারণ হতে পারে। বড় বিষয় এড়িয়ে গেলেও এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু অতিথিরা বেশি খেয়াল করে থাকেন।

জেনে নেয়া যাক, অতিথিরা সাধারণত কারো বাসায় বেড়াতে যাওয়ার পর খেয়াল করেন এমন ৬টি বিষয়।

ঘরের গন্ধ : অতিথিরা বাড়িতে প্রবেশ করামাত্র সবার আগে যা খেয়াল করে থাকেন, তা হলো আপনার ঘরের গন্ধ। প্রচলিত একটি কথা রয়েছে যে, আমরা নিজের ঘরের গন্ধ নিজেরা টের পাই না। অতিথি আসার আগেই তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এয়ার ফ্রেশনার তো আছেই, চাইলে ডিফিউজার বা সুগন্ধি মোমবাতি জ্বালাতে পারেন। এছাড়াও কোনো দুর্গন্ধ থাকলে জানালাটা খুলে দিতে পারেন।

পোষা প্রাণির পশম: বাসায় পোষা প্রাণি থাকলে অতিথি আসার আগেই তাদের লিটার বক্স ও শোবার জায়গা পরিষ্কার করে দিন। বাড়িতে বিড়াল, খরগোশ পুষলে ঘরের বিভিন্ন আসবাবপত্রে তাদের পশম থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু সব অতিথি এতে স্বস্তি অনুভব নাও করতে পারেন। অতিথি বাসায় আসার আগেই তাই খাট, সোফা, বসার চেয়ার প্রভৃতি থেকে পোষা প্রাণির পশম সরিয়ে নিন।

বাথরুমের পরিচ্ছন্নতা: পরিষ্কার বাথরুম মানুষের রুচির পরিচয় বহন করে। বাথরুমে নোংরা দাগ থাকলে, কমোডে ময়লা জমে থাকলে, চুল পড়ে থাকলে অতিথির মনে আপনাকে নিয়ে খুব বাজে ধারণা তৈরি হবে। এ বিষয়ে সতর্ক হোন।

টয়লেট পেপার আছে কিনা: অতিথি হয়ত আপনার কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাইলেন, আপনি পানি আনতে উঠেও গেলেন। সেই সময়টায় অতিথি আপনার ঘরে থাকা ছোট ছোট ব্যাপারগুলো লক্ষ্য করে নেবেন। আপনি কোন ব্র্যান্ডের সাবান বা পারফিউম ব্যবহার করেন, তা নিশ্চয়ই অতিথির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে না। জরুরী হলো, ওয়াশরুমে অতিথির ব্যবহারের জন্য সাবানটা থাকা! অনেকের বাথরুমে আবার টয়লেট পেপার থাকে না; পরিষ্কার বা শুকনো তোয়ালে থাকে না। ওয়াশরুম থেকে বেরিয়ে অতিথি যদি আপনার কাছে টয়লেট পেপার চায়, তাহলে কিন্তু বিড়ম্বনার শেষ থাকবে না!

অগোছালো ঘর: রোজ রোজ ঘর গুছিয়ে রাখার সময় পান না অনেকেই। কিন্তু অতিথি যদি ঘরে ঢুকে দেখেন বই-খাতা থেকে শুরু করে কাপড়চোপড়, খেলনা ইত্যাদি বাড়িময় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, তাহলে কেমন লাগবে বলুন তো! অতিথি চলে আসার আগেই তাই যতটা সম্ভব ঘরের সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা করুন।

পরিষ্কার প্রবেশপথ: সবার আগে এবং সবার শেষে অতিথি আপনার বাড়ির যা দেখেন তা হলো, প্রবেশপথ। ফলে এর রেশ অতিথির মনে অনেকদিন রয়ে যায়। আপনার ঘরে ঢোকার মুখটাই যদি অপরিষ্কার, ধুলাবালিযুক্ত, দুর্গন্ধযুক্ত বা অগোছালো হয় তাহলে অন্দর যতই গোছালো হোক, লাভ নেই!

তথ্যসূত্র: হাফপোস্ট, সিগনেচার মেইডস 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ