Search
Close this search box.

না ফেরার দেশে অভিনেতা মনোজ মিত্র

বিনোদন ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পশ্চিমবঙ্গের নাট্যকার, নাট্যব্যক্তিত্ব ও গুণী অভিনেতা মনোজ মিত্র। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মনোজ মিত্র।

কয়েক মাস আগেই এই প্রবীণ শিল্পীর পেসমেকারও বসেছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরে একটি নতুন নাটক লেখার কাজ শুরু করেন। পুজোর পর নাটকটি মঞ্চস্থ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই ফের শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছিলেন। বারংবার অসুস্থতার সঙ্গে লড়াইয়ে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন মনোজ মিত্র।

তপন সিনহার কালজয়ী সিনেমা বাঞ্ছারামের বাগানে তাঁর অভিনয় দক্ষতা খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। তাঁর সামনে যেন খুলে গিয়েছিল এক নতুন দিগন্ত। এছাড়াও প্রবাদপ্রতীম পরিচালক সত্যজিৎ রায়ের ঘরে বাইরে, গণশত্রুতে তাঁর অভিনয় আজও কেউ ভোলেনি। মনোজের তৈরি নাট্যদল, ‘ঋতায়ন’।  এই দলের নাট্যকার এবং নির্দেশক হিসেবে কাজ করতেন তিনি।

মনোজের ঝুলিতে ছিল ‘মৃত্যুর চোখে জল’, ‘সিংহদ্বার’, অবসন্ন প্রজাপতি’-সহ একগুচ্ছ নাটক। বাংলা সিনেমা আর নাটক, দু-দিকই সমানভাবে সামলাতেন মনোজ মিত্র। প্রয়াত এই শিল্পী একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন। সেই তালিকায় রয়েছে ‘শত্রু’, ‘তিন মূর্তি’, ‘দামু’-র মতো সিনেমাগুলি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ