স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ প্রদান করে।
এছাড়া একই দিনে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন।
গত ১০ নভেম্বর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য সংশ্লিষ্টদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু করবে।
এছাড়া আইসিসিতে আওয়ামী লীগের করা মামলার বিষয়ে ড. আসিফ নজরুল বলেন, এটি একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন, এবং সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যে অভিযোগ করা হয়েছে, তা সরকারের প্রতি অপপ্রচার ছাড়া কিছু নয়।