স্টাফ রিপোর্টার: কপ২৯ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছবি তুলেছেন বিশ্বনেতারা। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশ নিতে গিয়ে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জো এবং বসনিয়া ও হার্জেগোভিনার রাষ্ট্রপতি ডেনিস বেচিরোভিচের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া সম্মেলনে লিখটেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।
১৪ নভেম্বর পর্যন্ত আজারবাইজানে রাষ্ট্রীয় সফরে থাকার কথা জানিয়ে ড. ইউনূস বলেছেন, তিনি এই সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকট ও ক্ষতির বিষয়টি বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন।
ড. ইউনূস আগামী দিনে কপ-২৯ এর মূল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ তিনটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।