Search
Close this search box.

দিনাজপুরে কান্তজিউ মন্দিরের ‘রাস’ শুরু

প্রশান্ত রায় চৌধুরী জুন, দিনাজপুর প্রতিনিধি :  রাত ১২:০১মিনিট থেকে শুরু হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ মন্দির কান্তজিউ মন্দিরের ‘রাস’ ।

লক্ষ ভক্তের আগমনে সম্পূর্ণ এলাকা থৈ থৈ করো শুরু করেছে, দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রকারের দোকান গুড়ের জিলাপির হোটেল শাখা শঙ্খ আশা পূজার আসবাবপত্র ছোট সোনামণিদের ঢোল ঘোল তবলা এক অন্যরকম সমারোহে পরিণত হচ্ছে।

এই পুরাকীর্তি মন্দিরটির ইতিহাস সমন্ধে জানা যায়, বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির। মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তাঁর স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মিত করেন। এটির নির্মাণ ১৭০৪ খ্রিস্টাব্দে শুরু হয় এবং ১৭৫২ খ্রিস্টাব্দে তাঁর পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয়। মন্দিরটির নবরত্ন বা ‘নয় শিখর’ ছিল, কিন্তু ১৮৯৭ সালে সংঘটিত একটি ভূমিকম্পে সবগুলোই ধ্বংস হয়ে যায় । এ মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে । পৌরাণিক কাহিনীসমূহ পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দিরের নির্মাণ এবং সৌন্দ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ