কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ উচ্চ আদালতের নির্দেশে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামের কারাবন্দি জামাল মিয়ার মা হারা অসহায় সেই ৪ শিশু সন্তানের দায়িত্ব নিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সমাজসেবা কর্যালয় অসহায় শিশু সাজ্জাদ (১৩), ফারিয়া (৮) এবং এক মাস বয়সী জমজ দুই শিশু আনিসা ও রাইসার বাড়ীতে খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত হন। সেই সাথে তারা ১০ হাজার টাকা আর্থিক সহায়তার একটি চেক শিশু সাজ্জাদের হাতে তুলে দেন। একই সাথে বন্ধুমহল গোপালগঞ্জ নামক একটি সামাজিক সংগঠন শিক্ষা উপকরণ সহ খাদ্য সামগ্রী প্রদান করেন। এর আগে সকালে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর এবং প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের সহযোগীতায় শিশুখাদ্য, লশিশুদের পোশাক, শীতবস্ত্র সহ ১০ হাজার টাকার একটি চেক অসহায় শিশুদের হাতে তুলে দেন।গোপালগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হারুন-উর-রশিদ গণমাধ্যমকে জানান – জামাল মিয়া পারিবারিকভাবে সাবলম্বি না হওয়া পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার, জেলা সমাসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, বন্ধুমহল গোপালগঞ্জের সমন্বয়ক- আরমান খান, রুদ্র মাহামুদ রাসেল, কেরামত আলী, আমতলী ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, সদস্য সেলিম মিয়া সহ জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অসহায় শিশুদের স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।