স্টাফ রিপোর্টার: নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের ক্ষেত্রে রাজনৈতিক মতামত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, ইভিএম এখনও দুর্বল এবং ত্রুটিপূর্ণ যন্ত্র। তাই এর ব্যবহার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এগোনো উচিত।
শনিবার (১৬ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে সংস্কার সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
বদিউল আলম মজুমদার আরও জানান, নির্বাচন সংস্কার কমিশন এখন পর্যন্ত ২১টি সভা করেছে। বিধি-বিধান, আইন, ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা সম্পন্ন করেছে। কমিশন বিভিন্ন গ্রুপের কাছ থেকে অনানুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ করছে এবং ৩৬৪টি ইমেইল ও মেসেঞ্জারের মাধ্যমে তথ্য পেয়েছে।
তিনি স্পষ্ট করেন, কমিশনের কোনও রাজনৈতিক পক্ষ নেই এবং তারা শুধু দেশ ও জনগণের স্বার্থে কাজ করছে। আমরা কোনো দলের পক্ষে কাজ করতে আসিনি। আমরা বদ্ধপরিকর, যাতে ১৯৭১ সালের জুলাই অভ্যুত্থানে নিহতদের রক্তের সঙ্গে বেইমানি না হয়।
বদিউল আলম মজুমদার গত নির্বাচনে গোয়েন্দা সংস্থাগুলোর হয়রানি নিয়ে মন্তব্য করে বলেন, এমন বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা উচিত।আমরা প্রায় সময়ই শুনি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সংবাদকর্মীসহ নির্বাচনে যুক্তদের নানাভাবে হয়রানি ও নজরদারি চালানো হয়। অতীতে এ ধরনের যেসব কর্মকাণ্ড হয়েছে, সেগুলোর বিচার হওয়া উচিত। এ ধরনের কর্মকাণ্ড যেন আগামীতে না হয় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব।