গোলাম রব্বানী, জয়পুরহাট প্রতিনিধি: দেশের অন্যতম ব্যবসায়ী ও শিল্পপতিদের জাতীয় সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর দ্বি-বার্ষিক কেন্দ্রীয় কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত কাউন্সিলে জয়পুরহাট জেলার বিশিষ্ট উদ্যোক্তা ও সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মুহাঃ হাসিবুল আলম লিটন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
মুহাঃ হাসিবুল আলম লিটন একজন প্রভাবশালী উদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসায়িক খাতের উন্নয়নে ও সামাজিক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রেখে আসছেন। তার উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি, দক্ষ নেতৃত্ব এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য তিনি এলাকায় অত্যন্ত সমাদৃত।
তার এই অর্জনে জয়পুরহাট জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এক বিবৃতিতে জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, মুহাঃ হাসিবুল আলম লিটনের মতো একজন প্রজ্ঞাবান ও অভিজ্ঞ উদ্যোক্তার কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া আমাদের জন্য গর্বের বিষয়। আমরা তার নেতৃত্বে IBWF-এর কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে বলে আশা করছি।
উল্লেখ্য, ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে আসছে। এই সংগঠন ব্যবসায়িক সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি শিল্পখাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মুহাঃ হাসিবুল আলম লিটনের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি তার এলাকাসহ পুরো ব্যবসায়ী সমাজের জন্য এক বড় অনুপ্রেরণা। তার নেতৃত্বে সংগঠন আরও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।