স্পোর্টস ডেস্ক: অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফিফা থেকে সুখবর এসেছে। বাংলাদেশের জার্সিতে হামজার খেলা নিয়ে জটিলতা কেটেছে, মিলেছে অনুমতি। শেষ পর্যন্ত ফিফার অনুমতি মেলায় লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে হামজা চৌধুরীর। আগামী বছরের ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে হামজার বাংলাদেশি জার্সি পরে খেলতে আর কোনো আইনত বাধা রইল না।
বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হামজা এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী খেলতে পারবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। যা ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি হামজার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে।
অনেক দিন ধরেই হামজার বিষয়টি ঝুলে ছিল ফিফায়। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার ইংল্যান্ড যুব দলের হয়ে ম্যাচ খেলার কারণেই তৈরি হয়েছিল জটিলতা।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। হামজা দেওয়ান চৌধুরীর পরিবারের ইচ্ছা ছিল বাংলাদেশের জার্সিতে খেলার। বেশ কয়েক বছর ধরে আলোচনা থাকলেও চলতি বছরই বাফুফে ও হামজা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।
হামজার পরিবারের কাগজপত্রের মাধ্যমে বাফুফে ইংল্যান্ডে বাংলাদেশ হাইকমিশন থেকে বাংলাদেশের হয়ে খেলার প্রথম ধাপ পাসপোর্ট তৈরি করে নেয়। হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। এ জন্য ইংল্যান্ড ফুটবল ফেডারেশন থেকে অনাপত্তিপত্র নিয়েছে ফেডারেশন। এরপর বাফুফে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার পক্ষে আবেদন করে।
হামজা যে বয়সে ইংল্যান্ডের হয়ে খেলেছেন ও রক্তের সম্পর্ক যাদের রয়েছে তারা বাংলাদেশের নাগরিক কিনা সেটা প্লেয়ার স্ট্যাটাস কমিটি পর্যবেক্ষণ দেয়। যা বাফুফে পুনরায় প্রমাণ করে। এতে ফিফা সব কিছু পর্যালোচনা করে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে।