অনলাইন ডেস্ক
মাঘ শীতে বাঘ কেঁপে ওঠার আগেই বিদায় নিচ্ছে। মাঘের শেষে বেড়েছে তাপমাত্রা। এবার শীত অনুভব করতে পারেইনি ঢাকাবাসী। ঢাকায় দিনের বেলায় থাকে রোদ, বাড়ে তাপমাত্রা। এ অবস্থায় ঢাকায় দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া শুষ্ক থাকতে পারে আবহাওয়া।
পাশাপাশি পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৪৫ শতাংশ।