চট্টগ্রামে বসতবাড়িতে আগুন, দুইজনের মৃত্যু

চট্টগ্রামের বলুয়ার দিঘীর পশ্চিম পাড় জাফর সওদাগর কলোনির বসতবাড়িতে আগুনে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।

মারা যাওয়া দুইজন হলেন- ইলিয়াস (৫০) ও পারভিন আক্তার (৪৫)।

দগ্ধরা হলেন- ফয়সাল (১৯), শাহীনা আক্তার (২৩) ও সোহান (১৯)।ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক কালের কণ্ঠকে বলেন, সকাল ৬টা ৪২ মিনিটে চট্টগ্রামের বলুয়ার দিঘীর পশ্চিম পাড় জাফর সওদাগর কলোনিতে আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশন চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল আটটায় আগুন নেভায়। আগুনে পাঁচ কক্ষ বিশিষ্ট একটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। এ ঘট্নায় পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান রফিক উদ্দিন কালের কণ্ঠকে বলেন, দুইজন মারা গেছেন।

আহত তিনজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ