গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে বেশ কয়েকটি দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা
নাইট বিল, টিফিন বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে প্রায় চার ঘণ্টা মাওনা-কালিয়াকৈর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজারে অবস্থিত ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেডের শ্রমিকরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের তৈরি হয়। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাসে দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেডের সুইং বিভাগের শ্রমিক নেয়ামত হোসেন হোসেন ও শাবানা আজিম জানান, কারখানাতে প্রায় তিন হাজারের মতো শ্রমিক কর্মরত। শ্রম আইন অনুযায়ী রাত্রিকালীন ডিউটি করার সময় নাইট বিল ও টিফিন বিল দেওয়া কথা থাকলেও তা কখনো দেওয়া হয়নি। ঈদ বোনাস বেসিকের পুরোটা দেওয়ার কথা থাকলেও ৪০ শতাংশ দেওয়া হয়। বাৎসরিক ছুটির টাকা না দিয়ে বিভিন্নভাবে কেটে রাখা হয়। এসব নিয়ে প্রতিবাদ করলে শ্রমিকদের মারধর করা হয়। এজন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হচ্ছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ