গাইবান্ধা প্রতিনিধি :
সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সাবেক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল-মামুন মন্ডল (৩৫) দুর্বৃত্তদের নির্মম হামলায় নিহত।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ধাপেরহাট বন্দরের মহাসড়কে এই ঘটনায় ঘটে, স্থানীয় সূত্র জানাযায়, নিহত আল মামুন মন্ডল ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে আল মামুন মন্ডল বন্দরের মহাসড়কে অবস্থান করছিলেন, সেখানেই একদল দুর্বৃত্ত হঠাৎ হামলা চালায়। আক্রমণের ফলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি দুর্ভাগ্যক্রমে মারা যান।
সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার জানান, “ধাপেরহাট বন্দরে হামলার ঘটনায় আল মামুন মন্ডল নিহত হয়েছেন।” পুলিশ তদন্তে তৎপর, ঘটনাটির সকল দিক স্পষ্ট করার চেষ্টা করা হচ্ছে ।