বিছানায় পড়ে ছিল নারীর রক্তাক্ত মরদেহ

জেলা প্রতিনিধি : 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ কক্ষে নাসিমা আক্তার নামের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে নিজ শয়নকক্ষের বিছানায় পড়ে ছিল তার মরদেহ। তিনি ওই গ্রামের মিজান মোল্লার স্ত্রী।

স্থানীয় ইউপি মেম্বার মুসা মিয়া জানান, ওই নারীর স্বামী ও ছেলে ভোরে নামাজ পড়তে মসজিদে যান। ফিরে এসে দেখেন বিছানায় নাসিমা আক্তারের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ এসেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, তিনি ঘটনাস্থলে আছেন। হত্যাকাণ্ডের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ