ফায়ার সার্ভিসের র্দীঘ দুই আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে, কিন্তু কী লাভ হলো। কিছুই আর অবশিষ্ট ছিলোনা সেখানে । সবাই জেনো ফায়ার সার্ভিস কেই দোষ দিচ্ছে কারন তারা আগুন নিয়ন্ত্রনে আনলেও ঘটনা স্থলে আসেনি সময় মত।
২১ ফেব্রুয়ারি রোজ শুক্রবার ছিল গ্যারেজ মালিক সমিতির পিকনিক। সবাই পিকনিক এর আনন্দে ব্যাস্ত। কিন্তু সে আনন্দ যেনো ভালো কিছু বয়ে আনলো না তাদের জন্য। খবর এলো তাদের গ্যারেজে লেগেছে আগুন। তারা পিকনিক শেষ-করে এসে দেখে তাদের গাড়ি গুলো আর নেই। সব পুড়ে ছাই অবশিষ্ট কিছুিই নেই সেখানে।
সবার অভিযোগ , ফায়ার সার্ভিস সময় মত না আসার কারনে আগুন আরো ছড়িয়ে পরে চারদিকে। ফায়ার সার্ভিসের এক কর্মী থেকে জানা যায়, সেখানে অনেক মানুষ থাকায় রাস্তায় অনেক জামজট সৃষ্টি হয় ফলে ইমার্জেন্সি বাজিয়েও কোন কাজে আসেনি। পরে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ছুটে আসেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা। ঘটনাস্থলে বেশ কিছুটা অংশ বন্ধ করে রাখে সেনাবাহিনী। কাওকেই আর সেখানে প্রবেশ করতে দেওয়া হয় নি ।
সেখানে অনান্য ওয়ার্কশপ এর বেশিভাগ গাড়ি বের করে আনলেও। রহমান ফিরোজ এর পরিচালিত ওয়ার্কশপে ১ টি গাড়ি বাদে আর কোনো গড়ি বের করে আনা সম্ভব হয় নি।
আগুনের ঘটনা শুনে তারা সময় মত আসলেও পিকনিক থাকার কারণে গ্যারেজ বন্ধ ছিল। ফলে তারা ভিতরে প্রবেশ করতে পারে নি । সে সময় রহমান ফিরোজ এর গ্যারেজের একজন কোনো ভাবে প্রবেশ করে গাড়ি দিয়ে গ্যারেজের দরজা ভেঙ্গে বের করে আনা হয় একটি গাড়ি সে সময় পাশে থাকা আরেকটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের ওপরের চাল ভেঙ্গে পাশে থাকা চার তলা এক বাড়ীতে পরে কিছু অংশ। তখন সবাই দৌড়ে বের হয়ে যায়। এর মধ্যে তখন চলে আসে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট, সেনাবাহিনী, পুলিশ, ঘটনাস্থলে নিয়ন্ত্রনে নেয় সেনাবাহিনী ফলে মালিক সাধারণ জনান কাওকে আর ভেতরে প্রবেশ দেওয়া হয় নি।
আগুন নিয়ন্ত্রনে আসার পর মালিকদের ভিতরে যাওয়ার অনুমতি দিলে। সেখানে প্রবেশ করে শোনা যায় এক ওয়ার্কশপ মালিকের এর আর্তনাদ ‘ আমার কিছু নাই সব শেষ, আমার একটা সূতাও নাই, নম্বরপ্লেট আছে আমার গাড়িটা আর নাই’ । রহমান ফিরোজ এর কাছ থেকে জানা যায় তার ওয়ার্কশপের ৬টি গাড়ি পুড়ে গেছে কিছুই আর অবশিষ্ট নেই। তার গ্যারেজে প্রায় ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। পুরো গ্যারেজে ১৬ টি ওয়ার্কশপ অনুমান করা হচ্ছে ২০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
মালিক সমিতির মিটিং হবে সেখানে এ বিষয় নিয়ে আলোচনা করে একটা সমাধান করা হবে।