বিএনপির জনপ্রিয়তা নষ্ট করতে মাঠে নেমেছে এক শ্রেণির লোক : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘তারা ১৭ বছর কোথায় ছিলেন? ১৭ বছর আন্দোলন করেছি নির্বাচনের জন্য। আমরা বলি নির্বাচন হবে, ভোট হবে। জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে। কিন্তু তারা কেন জানি ধরেই নিয়েছেন নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে।

এ জন্যই বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।’
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের সলিমুল্লাহ সড়কের ডনচেম্বার এলাকায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘এই সরকার যখন পদে বসে আমরা তখন সবাই তাদের সমর্থন দিয়েছিলাম। আমরা বলেছিলাম, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই দেশের মানুষ ব্যর্থ হয়ে যাবে।

কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না। সব ষড়যন্ত্র মোকাবেলা করব। কিন্তু দু-তিনজন যারা নিজেদের ন্যারেটিভ বুদ্ধিজীবী ভাবেন তাদের একজন বলেন, বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আরেকজন বলেন, নির্বাচন যারা চায় তারা এই দেশের কল্যাণ চায় না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটি দল। আর এই বিএনপির জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য এক শ্রেণির লোক মাঠে নেমেছে। তারা বিএনপির সুনামকে নষ্ট করতে চায়। আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে বারবার বলছেন দেশ ও জাতির শৃঙ্খলা বজায় রাখুন। কোনো অপকর্মে লিপ্ত হবেন না।

অনেকেই শুনছেন না কিন্তু দলের বদনাম করছেন। অপকর্ম করছেন একজন আর বদনাম হচ্ছে বিএনপির।’
দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের দাবিতে মির্জা আব্বাস বলেন, ‘দ্রব্যমূল্যের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এটাকে সহনীয় পর্যায়ে রাখতে হবে। এ জন্য সরকারকে বলতে চাই, আপনারা সংস্কার সংস্কার বলে কেন কান ঝালাপালা করে দিচ্ছেন? কিন্তু কী সংস্কার করছেন আমরা জানি না। কিন্তু হাতের সামনে যে সংস্কার আছে সেটা কেন করেন না আমি বুঝি না। এখনো শেখ হাসিনার সিন্ডিকেট পরিবর্তন হয়নি। সেই আগের সিন্ডিকেট রয়ে গেছে। এই সিন্ডিকেট দ্রব্যমূল্যের দাম কমতে দিচ্ছে না। সিন্ডিকেট না ভাঙলে দব্যমূল্যের নিয়ন্ত্রণ করা যাবে না।’

দেশের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, ‘বর্তমানে দেশের মানুষের অবস্থা খুব খারাপ। খুন, ডাকাতি, ছিনতাই ও লুটপাট অনেক বেড়ে গেছে। যারা বলে, দিনের বেলায় যদি আমরা হাঁটতে না পারি, রাতের বেলায় আমরা কাউকে ঘুমাতে দেব না। ভারতে বসে আওয়ামী লীগের দালালচক্র আওয়ামী লীগের তথাকথিত নেতারা দেশকে অশান্ত করার জন্য চক্রান্ত করছে। কিন্তু যতই চক্রান্ত করেন এই দেশের মানুষের মনের শক্তি কখনো ভাঙতে পারবেন না। দেশের মানুষের ঐক্য বিনষ্ট করতে পারবেন না। দেশের মানুষ শান্তি চায়। বাংলাদেশে মানুষ এত সহজে আপনাদের ভুলে যাবে, এটা ভাবার সুযোগ নাই।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ