পাকিস্তানে ছিনতাই হওয়া ট্রেন থেকে ১০০ যাত্রী উদ্ধার, ২৭ বেলুজ বিদ্রোহী নিহত

উদ্ধার অভিযান চলছে পাকিস্তানে সেই ট্রেন থেকে ১০০ জিম্মি উদ্ধার, নিহত ১৬ বিদ্রোহী

পাকিস্তানের বেলুচিস্তানে সশস্ত্র বিদ্রোহীদের হাতে ছিনতাই হওয়া ট্রেন থেকে বিশেষ অভিযানের মাধ্যমে অন্তত ১০০ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে ১৬ বিদ্রোহী নিহত হয়েছে। এছাড়া, ট্রেনের চালকসহ ১০ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৮ জন নিরাপত্তা কর্মী।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ মার্চ) সকালে কোয়েটা থেকে পেশাওয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তানের দারদার এলাকায় পৌঁছালে সশস্ত্র বিদ্রোহীরা হামলা চালিয়ে ট্রেনের প্রায় ৪০০ যাত্রীকে জিম্মি করে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। তবে পুরো ঘটনার বিস্তারিত এখনও স্পষ্ট নয়, কারণ কিছু যাত্রীকে সন্ত্রাসীরা মুক্তি দিয়েছে, আবার কিছু যাত্রীকে নিরাপত্তা বাহিনীর কৌশলগত অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।

হামলার পরপরই সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী ট্রেনটি ঘিরে ফেলে এবং জিম্মিদের উদ্ধারে অভিযান চালায়। প্রায় পাঁচ ঘণ্টার সংঘর্ষে ১৬ জন বিদ্রোহী নিহত হয়, আর কয়েকজন পালিয়ে যায়। তবে এখনও কিছু যাত্রী নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিদ্রোহী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে, বেলুচিস্তানের রাজনৈতিক বন্দিদের মুক্তি না দিলে আরও হামলা চালানো হবে। পাশাপাশি, ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে বলেছে যে, দাবি না মানলে ১০ জিম্মিকে হত্যা করা হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দেশের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে প্রশংসা করেছেন এবং বিদ্রোহীদের নির্মূল করতে আরও কঠোর অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।

এ ঘটনার পর দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে, বেলুচিস্তানে সামরিক অভিযান চালিয়ে বিদ্রোহীদের আস্তানা ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে সরকার।

এদিকে, উদ্ধার হওয়া যাত্রীদের চিকিৎসা ও মানসিক কাউন্সেলিং দেওয়া হচ্ছে এবং নিখোঁজ যাত্রীদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ