সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামী ঈদ নিজ দেশে উদযাপনের আশা রোহিঙ্গাদের: প্রধান উপদেষ্টা

আগামী ঈদ নিজ দেশে উদযাপনের আশা রোহিঙ্গাদের: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন যে, এই ঈদ না হলেও আগামী ঈদ রোহিঙ্গারা তাদের নিজ দেশে উদযাপন করতে পারবেন।

শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, রোহিঙ্গারা যেন আগামী বছর মায়ানমারের রাখাইন রাজ্যে নিজেদের বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে সমন্বিত প্রচেষ্টা চালানো হবে।

রোহিঙ্গাদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, “আল্লাহর কাছে দোয়া করি, সামনের বার যেন তোমরা নিজ বাড়িতে গিয়ে ঈদ করতে পারো।”

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনে সারা বিশ্বকে সঙ্গে নিয়ে লড়াই করতে হবে। তিনি উল্লেখ করেন, ঈদে মানুষ সাধারণত আত্মীয়স্বজনের কবর জিয়ারত করে, কিন্তু রোহিঙ্গারা সে সুযোগ থেকেও বঞ্চিত।

লাখো রোহিঙ্গাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে পররাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধানসহ দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ