সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রাক্তনকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট, পরীমণির

প্রাক্তনকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট, পরীমণির

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি তিনি একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে লিখেছেন—

“আজ এখন যাকে নিয়ে তোমার সুখ খুঁজে পাচ্ছো, দেখো, সে যেন তোমার দুঃখের কারণ না হয়। সোনা।”

এই পোস্টকে ঘিরে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, পরীমণি এই বার্তাটি তার প্রাক্তন স্বামী শরিফুল রাজকে উদ্দেশ্য করে দিয়েছেন।

কেউ কেউ আবার ধারণা করছেন, “সোনা” বলে পরীমণি রাজকেই ইঙ্গিত করেছেন। পোস্টটি শেয়ার করে একজন মন্তব্য করেছেন— “পরী এখনো রাজকে ভুলতে পারেননি, তাই এভাবে পোস্ট দিয়েছেন।”

তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও পাওয়া যাচ্ছে। ফারহান নামে এক নেটিজেন লিখেছেন— “এভাবে কষ্ট পেয়ে রাজকে মিস করার কিছু নেই। নিজেকে ভালোবাসুন।”

উল্লেখ্য, ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। এরপর ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেন এবং তাদের সংসারে জন্ম নেয় পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

তবে সম্পর্কের টানাপোড়েনের কারণে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। বর্তমানে পরীমণি কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ