সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের অংশ কমছে

পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের অংশ কমছে

বাংলাদেশের পোশাক রপ্তানি বাজারে অপ্রচলিত বা নতুন বাজারে প্রত্যাশিত পরিমাণে রপ্তানি বৃদ্ধি পাচ্ছে না। মোট রপ্তানি আয়ে এই বাজারের অংশ হ্রাস পাচ্ছে, এবং চলতি অর্থবছরে রপ্তানি আয়ের প্রবাহ মূলত প্রচলিত বাজারগুলোকেই কেন্দ্র করে চলছে।

রপ্তানি বাণিজ্যে গুটিকয়েক বাজারের প্রতি অতিনির্ভরতা একটি বড় ঝুঁকি হিসেবে দেখা হয়, বিশেষ করে যখন প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা যেকোনো অস্থির পরিস্থিতি রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব ফেলে। এর বড় উদাহরণ হিসেবে করোনাভাইরাস মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ উল্লেখ করা যেতে পারে।

প্রচলিত বাজারে সাধারণত ইইউ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্য অন্তর্ভুক্ত। এর বাইরে থাকা সব দেশকেই অপ্রচলিত বাজার হিসেবে গণ্য করা হয়, যেমন জাপান, অস্ট্রেলিয়া, চীন, ভারত ও তুরস্ক। বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৯৫টি দেশের প্রায় সবক’টি দেশে পোশাক রপ্তানি করে।

ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে কানাডা, মেক্সিকো ও চীনের পণ্য আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন। একইভাবে ইইউ থেকেও শুল্ক আরোপের আশঙ্কা রয়েছে, যেহেতু ট্রাম্প ইতোমধ্যেই জানিয়েছিলেন, তিনি ইইউর ওপরও শুল্ক বসাবেন। এতে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, বড় দেশের শুল্ক যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং এতে বাংলাদেশের রপ্তানি বাজার সংকুচিত হতে পারে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে ইইউতে রপ্তানি বেড়েছে ১৩%, যা ১,৩৪২ কোটি ডলার। এতে ইইউর অংশ বাংলাদেশের মোট রপ্তানি আয়ে ৫০ দশমিক ১০% হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে গত আট মাসে রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ৩৮%, এবং এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারের অংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯১%।

অন্যদিকে, অপ্রচলিত বাজারে রপ্তানি বেড়েছে মাত্র ৬ দশমিক ২৩%, ফলে এই বাজারের অংশ কমে ১৬ দশমিক ৯০% হয়ে দাঁড়িয়েছে। তবে ৪৫৩ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে এসব দেশে, যা গত অর্থবছরের একই সময় ছিল ৪২৬ কোটি ডলার।

বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, পশ্চাত সংযোগ শিল্পে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন এবং গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ