ঢাকা থেকে চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রী তামান্না শারমিনের প্রতিক্রিয়া জানিয়ে দেওয়া এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তামান্না শোনা যায়, ‘আমরা অনেক টাকা খরচ করব, জামিনে আমার স্বামীকে নিয়ে আসব। যারা এর সঙ্গে জড়িত, তাদের ছেড়ে দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, সাজ্জাদ হোসেনকে ১০-১২ দিনের মধ্যে জামিনে মুক্ত করা হবে। প্রতিপক্ষকে হুমকি দিয়ে বলেন, ‘এতদিন আমরা পলাতক ছিলাম, এবার পালানোর পালা তোমাদের।’
শনিবার রাত ১০টার দিকে ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা-পুলিশ। এর আগে চট্টগ্রাম নগর পুলিশ তার ধরতে পুরস্কার ঘোষণা করেছিল। আদালত তাকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে। সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে।