ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। আগামী জুন মাসেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
গত ৯ এপ্রিল (বুধবার) ফ্রান্স ফাইভ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মাখোঁ বলেন, ফ্রান্স আগামী কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নেবে। নিউইয়র্কে জুন মাসে জাতিসংঘ আয়োজিত ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসন বিষয়ক সম্মেলনে এই ঘোষণা আসতে পারে।
মাখোঁ বলেন, “আমাদের অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে এগোতে হবে। আগামী কয়েক মাসের মধ্যেই আমরা সেটি করব।”
তিনি এ মন্তব্য করেন মিশর সফর শেষে দেশে ফিরে। সফরকালে তিনি গাজা সীমান্ত পরিদর্শন করেন।
জানা গেছে, ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে জুনে জাতিসংঘের সম্মেলনে সভাপতিত্ব করবে, যেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে আলোচনার পাশাপাশি, এর স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এদিকে, সম্মেলনে অংশগ্রহণকারী অন্য দেশগুলোর কাছ থেকে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি আদায়েরও ইঙ্গিত দিয়েছেন মাখোঁ।
তবে ফ্রান্সের এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর এই উদ্যোগকে “সন্ত্রাসবাদের পুরস্কার” হিসেবে অভিহিত করে বলেন, “একটি কাল্পনিক ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফাভাবে স্বীকৃতি দেওয়া হামাসকে শক্তিশালী করার শামিল, যা শান্তি ও স্থিতিশীলতা নয় বরং অঞ্চলের অবস্থা আরও খারাপ করবে।”