শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
নুসরাতের হুঁশিয়ারি

মাতাল হয়ে গাড়ি চালালেই নেওয়া হবে ব্যবস্থা

মাতাল হয়ে গাড়ি চালালেই নেওয়া হবে ব্যবস্থা

সম্প্রতি পশ্চিমবঙ্গের ঠাকুরপুকুরে ছোটপর্দার পরিচালক সিদ্ধান্ত দাস ভিক্টো মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান, যাতে এক বৃদ্ধের মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে টালিউডের অনেক তারকাই ক্ষোভ প্রকাশ করছেন।

এ ঘটনার পর অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ভিক্টোর পাশে আর নেই। একই বক্তব্য জানিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্তও। তারা জানিয়েছেন, শুধু ভিক্টো নন—যেই হোক, মাতাল হয়ে গাড়ি চালালে তার বিরুদ্ধে অবস্থান নেবেন তারা।

এই বার্তা পৌঁছে দিতে যশ-নুসরাত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে লেখা আছে— “যারা ড্রিংক করে ড্রাইভ করে, তাদের সবার সাথে আড়ি।” একইসঙ্গে তারা তাদের নতুন সিনেমা ‘আড়ি’-র প্রচারও চালিয়ে যাচ্ছেন। সিনেমাটিতে যশ-নুসরাতের পাশাপাশি থাকছেন মৌসুমী চট্টোপাধ্যায়।

নুসরাত জানান, মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই তাদের উদ্দেশ্য। তিনি বলেন, “আমরা সবাইকে বলছি যেন নিজের আনন্দ কারও দুঃখের কারণ না হয়ে যায়। জীবন খুবই মূল্যবান— নিজেরও, অন্যেরও। সচেতন না হলে হবে আড়ি।” যশও একই সুরে বলেন, “নিজের এবং অন্যের পরিবারের কথা মাথায় রেখে দায়িত্বশীল আচরণ করুন। মদ্যপান করে কখনই স্টিয়ারিংয়ে বসবেন না।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ