গাজায় চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করে একাধিক সামাজিক ও রাজনৈতিক সংগঠন। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরের পর থেকেই রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, সাইন্সল্যাব, মতিঝিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই পদযাত্রার ফলে সৃষ্টি হয় ব্যাপক যানজট। এতে সাধারণ মানুষকে তীব্র ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে নানা স্লোগান ও ব্যানার হাতে পদযাত্রায় অংশ নেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি চললেও সড়কে যান চলাচল ব্যাহত হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও যানজট নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় ট্রাফিক বিভাগকে।
এই কর্মসূচির প্রভাবে শুধু ব্যক্তিগত যানবাহন নয়, অ্যাম্বুলেন্স ও গণপরিবহনও দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকে। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে দেরি করেন, কেউ কেউ বাধ্য হয়ে হাঁটা শুরু করেন।
বিক্ষোভে অংশ নেওয়া একজন বলেন, “গাজায় যে হত্যাযজ্ঞ চলছে, সেটার বিরুদ্ধে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতেই আমরা পথে নেমেছি।”
নগরবাসীর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে যানজটের চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থার দাবি জানান। বিকেলের দিকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।
ছবি: সংগৃহীত