সোমবার, ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝিনুকে মুক্তো পাওয়া

ঝিনুকে মুক্তো পাওয়া

শাহনাজ পারভীন মিতা

সময় তুমি চলে যাও
ফিরে ফিরে তবে কেনো চাও,
দুঃখ বেদনা যা দিলে
কয়জনের জীবনে বলো তা মিলে!

কষ্টের নদী পার না হলে
মুক্তি মেলে না জীবন অতলে,
সে এক কঠিন সন্তরণ
শৈশব হতে শুধুই অবগাহন।

কখনো ঘূর্ণিপাক
তল হতে অতলে যবনিকাপাত,
তবুও না হেরে যাওয়া
সমুদ্র বক্ষে ঝিনুকে মুক্তো পাওয়া।

ওপরে অসীম আকাশ
মাঝে বিপুলা পৃথিবী,
তারই মাঝে ফিনিক্স পাখির মতন
শুধুই উড়ে চলা এই আমি।

কখনো তুষার আবৃত এন্টার্কটিকা
কখনো কাঞ্চনজঙ্ঘার হিমালয় চূড়া ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ